বিএনপির তিন কমিটিতে চট্টগ্রামের ৪ জন

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৬ জুন, ২০২৪ at ৯:১১ পূর্বাহ্ণ

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে রদবদল হওয়া ৩৯ পদে আছেন চট্টগ্রামের দুই নেতাও। এরা হচ্ছেন লায়ন আসলাম চৌধুরী ও মীর মোহম্মদ হেলাল উদ্দিনও। এর মধ্যে আসলাম চৌধুরীকে যুগ্ম মহাসচিব থেকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা করা হয়েছে। এছাড়া সদস্য মীর হেলালকে চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়। গতকাল শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ রদবদলের ঘোষণা দেয়া হয়।
এদিকে গতকাল বিএনপি’র ‘চেয়ারপার্সন ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজারি কমিটি’ এবং ‘স্পেশাল এ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপার্সন ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজারি কমিটি’ নামে দুটি কমিটি গঠন করা হয়। কমিটি দুটিতে চট্টগ্রামের তিনজন স্থান পেয়েছেন। এর মধ্যে ১১ সদস্যের ‘চেয়ারপার্সন ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজারি কমিটি’তে আছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া ১৮ সদস্যের ‘স্পেশাল এ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপার্সন ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজারি কমিটি’তে আছেন বিএনপি’র চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহম্মদ হেলাল উদ্দিন এবং আমীর খসরুর ছেলে ইসরাফিল খসরু।

পূর্ববর্তী নিবন্ধএবার ঈদে কর্মীদের জন্য নেতাদের আয়োজন কম
পরবর্তী নিবন্ধচট্টগ্রামসহ তিন বিভাগে হতে পারে অতি ভারী বৃষ্টি