বিএনপির কার্যালয়ের সামনে তিন ককটেল বিস্ফোরণ

| বুধবার , ২৬ জুন, ২০২৪ at ৬:০৯ পূর্বাহ্ণ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হওয়ার খবর মিলেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর বাংলানিউজের।

পল্টন থানার ওসি মনির হোসেন মোল্লা জানান, বিএনপি অফিসের আশপাশে পৃথক তিন জায়গায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শোনা যাচ্ছে, এই বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছেন, তবে তাদের এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে আহতদের সন্ধানে আছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধমতিউর ও তার পরিবারের সাত সদস্যের ব্যাংক হিসাব জব্দ
পরবর্তী নিবন্ধরামুতে সিএনজির সঙ্গে সংঘর্ষে বাইকচালক কলেজছাত্রের মৃত্যু