গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৪টায় ধনিয়ালাপাড়ায় ২৩নং উত্তর পাঠানটুলি ওয়ার্ডস্থ উত্তর দক্ষিণ পশ্চিম ধনিয়ালাপাড়া চান মিয়া বিল ইউনিট বিএনপির উদ্যোগে তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা, ঈদ পুনর্মিলন ও নববর্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৩নং পাঠানটুলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান।
তিনি বলেছেন, তারেক রহমানের নির্দেশনায় রয়েছে ‘মানুষকে কষ্ট দিয়ে নয়। বরং মানুষের ভালোবাসায় নিজেদের সম্পৃক্ত করতে হবে।’ চাঁদাবাজি, টেন্ডারবাজি লুটপাটের রাজনীতি বিএনপিতে চলবে না। ‘শেখ হাসিনা এবং তার দলের গুন্ডাপান্ডা দীর্ঘ ১৬ বছর এদেশের মানুষকে কষ্ট দিয়েছে। দেশের সম্পদ লুটপাট করে বিদেশে নিয়ে গেছে।’ সংস্কার একটি চলমান প্রক্রিয়া যা যুগের পর যুগ চলবে তাই বলে কি নির্বাচন হবে না? এমন প্রশ্ন রেখে তিনি বলেছেন– সংস্কার সংস্কারের মতো চলবে, কিন্তু ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। কারণ জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে বাংলাদেশে স্থিতিশীলতা আসবে না। নির্বাচন দীর্ঘায়িত হলে স্বৈরাচার মাথাচারা দিয়ে উঠবে। দলের মধ্যে কোনো গ্রুপিং চলবে না, যদি কেউ গ্রুপিং করতে চায় তাহলে দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে। নিয়াজ মোহাম্মদ খান বলেছেন, ৩১ দফার সঙ্গে বর্তমান সরকারের সংস্কার নিয়ে অনেক কিছুরই মিল রয়েছে। এই ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে কখনো ফ্যাসিবাদ আসতে পারবে না। সবাইকে এক করে আমরা যদি আমাদের লক্ষ্যে যেতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদ কখনো শাসন করতে পারবে না। আমাদেরকে একটু সজাগ হতে হবে, একটু সচেতন হতে হবে, দায়িত্ব নিতে হবে। বিএনপি নেতা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন বিএনপি নেতা সিরাজুল মোস্তফা ও যুবদল নেতা ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল, বিএনপি নেতা রফিক মেম্বার, আব্দুল হালিম। আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল আজিম, আকবর কবির ডিউক, রফিকুল আলম, এ এস এম নাসির, আনু নিয়া বাবুল, আব্দুল আজিম, হাজী মোঃ ইসমাইল, শাহজাহান, শেখ মনির বাবুল, আব্দুল নূর, নেজামত আলী সরদার, হাজী মোহাম্মদ আলী সরদার, হাজী ইয়াসিন, মোহাম্মদ বারেক, মোহাম্মদ তারেক, মোঃ আলমগীর, মোঃ নাসির, কামাল, তাহের, নাছের, বক্কর, এডভোকেট আরিফ মঈনুদ্দীন, এডভোকেট আলমগীর, মোঃ শাহজাহান, লোকমান, আবুল কালাম আবু, আজিজুর রহমান ভুলু, মান্নান, মোঃ ইব্রাহীম, আবু নাছের, ইসারাত, সিরাজ ছিদ্দিকী, সুলতান আহমেদ, মোঃ ইসলাম, যুবদল নেতা মোঃ ইফাজ খান, মেহেদী হাসান রুবেল, আলমগীর, বাপ্পী, মুরাদ, মোঃ জনি, জসিম, মানিক গাজী, আজিজ, মাসুদ রানা, দেলোয়ার, সুমন, মাহবুব, হাসমত, মনির আহমদ, আইয়ুব, হাসান, জাহেদ, ইসমাইল, শাহীন, ডবলমুরিং থানা জাসাসের আহ্বায়ক বিপলু, সদস্য তানভীর, হাসান, মহিলা দল নেত্রী নার্গিস আক্তার, মনোয়ারা, নুর জাহান, পাখি আক্তার, মমতাজ বেগম, সোনিয়া আক্তার, ছেনোয়ারা বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।