বিএনপির আগুন সন্ত্রাস রুখে দিতে হবে

হরতাল বিরোধী শান্তি সমাবেশে বক্তারা

আজাদী ডেস্ক | সোমবার , ৬ নভেম্বর, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ : বিএনপিজামায়াত ঘোষিত অবরোধের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ পালন করেছেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুনের নেতৃত্বে গতকাল বায়োজিদ লিঙ্ক রোডের পশ্চিম পাশে শান্তি সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ১০নং সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলে করিম চৌধুরী নিউটনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজম খান, ৫নং বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদাকাত উল্লা মিয়াজী, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান, সীতাকুণ্ড উপজেলা যুবলীগের সহসভাপতি এস এম আল নোমান সহ প্রমুখ।

বাঁশখালী উপজেলা : বাঁশখালীতে বিএনপিজামায়াতের হরতালঅবরোধের প্রতিবাদে শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে বাঁশখালী উপজেলা সদরে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমানের পক্ষে উপজেলা আওয়ামী লীগসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। হরতাল বিরোধী মিছিলটি পৌরসভা প্রদক্ষিণ শেষে উপজেলা সদরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ। বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতিক, গন্ডামারা আওয়ামী লীগ সভাপতি মাস্টার শামসুল আলম সিদ্দিকি, শীলকূপের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, আওয়ামী লীগ নেতা শাহদাত ফারুক, জয়নাব আবেদিন, ইমরানুল হক, ফয়সাল জামিল সাকি, স্বদেশ দাশ, কনক দাশ, লিটন দাশ, মোহাম্মদ ফারুক, হোছন আহমদ, মোহাম্মদ হারুন, দেলোয়ার হোসেন, মোহাম্মদ হারুন, ধনঞ্জয় দেব বাবলা, ফিরোজ আহমদ, হাজি মো. শরীফ, মুছা খান, আমান উল্লাহ আমু, জামাল মাঝি, হোছন আহমদ, শাহাবুদ্দিন, আব্দুর রহিম, মোক্তার আহমদ, সৈয়দ আহমদ, মোস্তাক আহমদ, বদরুল চৌধুরী, মনজুর আলম, নুরুল আবছার, নুরুল আমিন আসিফ, বেলাল উদ্দিন প্রমুখ।

মহিউদ্দিন বাচ্চু এমপি : জামাতবিএনপির হরতালের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা মোঃ মহিউদ্দিন বাচ্চু এমপির নেতৃত্বে নগরীর লালখান বাজার রাজনৈতিক কার্যালয় থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ জায়গায় প্রদক্ষিণ করে অবস্থান কর্মসূচি পালন করে। নগরীর এ কে খানের মোড়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিউদ্দিন বাচ্চু এমিপ। তিনি বলেন, অবরোধের নামে বিএনপিজামায়াত মানুষের সহায় সম্পদে হামলা চালাচ্ছে। আমরা এই সন্ত্রাসীদের খুঁজে বের করে আইনে আওতায় আনতে বদ্ধপরিকর।

এম এ লতিফ এমপি : হরতাল ও অবরোধের নামে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে চট্টগ্রাম১১ আসনের সংসদ সদস্য এম.. লতিফ’র উদ্যোগে ৫ নভেম্বর সকালে নগরীর আগ্রাবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ, ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আজিজ মোল্লা, ২৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, মুজিবুল হক পেয়ারু, মোহাম্মদ আদনানুল ইসলাম, আবদুল মতিন মাস্টার, মোঃ ইমাম হোসেন, আবদুল মান্নান চৌধুরী, মোক্তার হোসেন, সানা উল্লাহ, আহমেদুর রহিম, সুফিউর রহমান টিপু, নুর উদ্দিন মারুফ, হাসান উদ্দিন সোহেল, জাহিদ আলী, জাহিদ হোসেন খোকন, কাজী মোঃ আরিফ, ইমতিয়াজ বাবলা প্রমুখ।

লালখান বাজার কাউন্সিলর : হরতালের নামে বিএনপিজামাতের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নগরীর ১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবুল হাসনাত মো. বেলালের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক আহমেদ, মহিলা কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর যুবলীগের সহসভাপতি আনজুমান আরা, চট্টগ্রাম মহানগর মৎস্যজীবি লীগের সহসভাপতি কাউসারুজ্জামান, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ আলী, মিজানুর রহমান, বিশ্বজিত চৌধুরী, তপন সিং, আনোয়ার হোসেন, ডা. খায়ের, মো. ইব্রাহিম, মোস্তাক হোসেন ময়নাল, তাজুল ইসলাম, রুমা ইসলাম, এড. সীমা আহমেদ, সাইদুল ইসলাম, আলমগীর হোসেন, সুজন পাল, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, জাহিদ হাসান রাসেল, এসএম তানভীর, রফিকুল ইসলাম রানা, আহম্মেদ হাসান জুয়েল, মহিন উদ্দিন, মো. জাকির হোসেন, মো. সোহেল, মো. কাদের, সাইফুল ইসলাম মানিক, কাজী সালাউদ্দিন লাভলু অপু, মো. শরিফ, নাহিদ হোসেন রাসেল, এমএস অলি, মনির হোসেন মুন্না, মাইনুল সাকিব, মো. মুন্না, আলাউদ্দিন, রাসেল মাহমুদ, মো. রুবেল, রনি প্রমুখ।

সিটি গেইট চত্বর : নগরীর সিটি গেইট চত্বরে মহানগর আওয়ামী লীগের আয়োজনে হরতাল ও অবরোধ বিরোধী উন্নয়ন ও শান্তি সমাবেশ মহানগর আওয়ামী লীগের সদস্য ও কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্বে আবু সুফিয়ান ও শাহীন আলম সুমনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও নগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন, বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন খালেদ বাহার, ১২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নুরুল আমিন, এরশাদুল আমিন, গিয়াস উদ্দিন জুয়েল, মোঃ ইকবাল চৌধুরী, হাবিবুর রহমান, আবুল কালাম আবু, মাষ্টার মোঃ কামাল উদ্দিন।

পাঁচলাইশ থানা ছাত্রলীগ ও যুবলীগ : বিএনপিজামায়াতের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে রবিবার নগরীর মুরাদপুর মোড়ে জনগণের জানমাল রক্ষায় অবস্থান কর্মসূচি পালন করে পাঁচলাইশ থানা ছাত্রলীগ ও যুবলীগ।অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী ও নুরুল আজিম রনি। পাঁচলাইশ থানা ছাত্রলীগের সহসভাপতি শাহাদাত হোসেন পারভেজের সভাপতিত্বে ও শাহাজাদা চৌধুরীর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেহেদী হাসান, রেজাউল আলম রিপন, ফয়সাল রফিক, কুতুব উদ্দিন, আশিকুন্নবী, মো. মামুনুর রহমান, সাইফুল ইসলাম মারুফ, সুমিত বড়ুয়া, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, জিএস, আমিনুল করিম, মিজানুর রহমান মিজান, মো. সাহেদ, তানভীর মেহেদী মাসুদ, আরিফ হোসেন, এম. আর রিদয়, সোহেল বড়ুয়া, মোহাম্মদ পিয়াল, মোহাম্মদ আলী, ইব্রাহিম রুবেল, শোয়ব চৌধুরী বাচ্চু, ইনজামুল হক ইমু, মিনহাজুল ইসলাম মিনহাজ, আরাফাত হোসেন, তানভীর হোসেন, এস এম রিয়াসাত, সাকিব আহম্মদ চৌধুরী, ধিমান দাশ গুপ্ত, শাকিল খান নিশান, আরিফুল ইসলাম সুমন, জয় চক্রবর্তী, আমজাদ হোসেন, এরশাদ মিশন, মিনহাজ তালুকদার, আবরারুল ইসলাম রাফি, নিজাম উদ্দিন রুবেল, ওবায়দুল আলম শাকিল, ফারুক ইসলাম সাকিব, স্বপন আহমেদ প্রমুখ।

জালালাবাদ ওয়ার্ড আ.লীগ : বিএনপিজামায়াতের ঘোষিত হরতাল নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের মিছিল ও অবস্থান কর্মসূচি গতকাল পালন করা হয়। এতে নেতৃত্ব দেন ২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাজাদা কাজী মালেক ও সাধারণ সম্পাদক কাজী হূমায়ুন আলম মুন্না। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও সেচ্চাসেবকলীগের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধসংলাপের পার্ট শেষ : কাদের
পরবর্তী নিবন্ধএকজন সফল শিক্ষাসংগঠক ছিলেন অধ্যক্ষ মির কফিল উদ্দীন