বিএনপিতে মনোনয়ন নিয়ে নবীন-প্রবীণের লড়াই, মাঠে জাপার একক প্রার্থী

পটিয়া পৌর নির্বাচন

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৫ অক্টোবর, ২০২০ at ১০:২৩ পূর্বাহ্ণ

সবকিছু ঠিকঠাক থাকলে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী বিজয়ের মাস ডিসেম্বরেই পটিয়া পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পৌর নির্বাচন নিয়ে পটিয়ায় মনোনয়ন যুদ্ধে অবতীর্ণ হয়েছে বিএনপির নবীন-প্রবীণ তিনজন মনোনয়ন প্রত্যাশী। তাঁরা হলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম, গত পৌর নির্বাচনে বিএনপির দলীয় মেয়র প্রার্থী ও পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তৌহিদুল আলম এবং পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গাজী মোহাম্মদ আবু তাহের।
এদিকে হাল ছাড়ছেন না জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলার আহবায়ক এবং পৌরসভার একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান সামশুল আলম মাস্টার। তিনি আবারও নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছেন। জাপা নেতা সামশুল আলম মাস্টার বলেন, আসন্ন পৌর নির্বাচনে জাপার একক প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব। ১৯৯০ সালে পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে একাধিকবার পৌর চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার দায়িত্বপালনকালে পৌরসভায় ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। আগামীতে নির্বাচিত হলে এটিকে মডেল ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলব। পটিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান, দেশে নির্বাচনের পরিবেশ নেই। তারপরও দলীয়ভাবে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত হয়েছে। যারা দলীয় মনোনয়ন পেতে আগ্রহী, তাদের অতীত কর্মকান্ড বিবেচনা করে মনোনয়ন দেয়া হবে। বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম জানান, পটিয়া পৌরসভায় বিগত ডিসেম্বর ১৯৯৩-মার্চ ১৯৯৬ সাল পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জুন ২০০৫-জুন২০০৮ সাল পর্যন্ত নির্বাচিত চেয়ারম্যান এবং জানুয়ারি ২০০৮- ফেব্রুয়ারি ২০১১ পর্যন্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। দলের দু:সময়ে নির্বাচনে অংশ নিলেও গত নির্বাচনে পারিবারিক সমস্যার কারণে অংশ নিতে পারিনি। দলীয় মনোনয়ন পেলে সবাইকে সাথে নিয়ে এবারও নির্বাচনী বৈতরনী পার হতে প্রস্ত্তুতি রয়েছে। আরেক দলীয় মনোনয়ন প্রত্যাশী ও গত পৌর নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী মোহাম্মদ তৌহিদুল আলম বলেন, গত পৌর নির্বাচনে দলের কঠিন সময়ে দলীয় প্রতীক নিয়ে মেয়র পদে জনগণের যে ভালবাসা পেয়েছি তা ভুলবার নয়। ধানের শীষ প্রতীকে নির্বাচন করে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ভোট পেয়েছি। আমি দু:সময়ে দলের পক্ষে নির্বাচন করেছি। করোনাকালে সাধারণ মানুষের পাশাপাশি দলীয় কর্মীদের পাশে দাঁড়িয়েছি। যড়যন্ত্রমূলক বিভিন্ন মামলায় হয়রানির শিকার হয়েছি। তিনি বলেন, দল যেটা সিদ্ধান্ত দেয় তা মাথা পেতে নেব। নির্বাচনে জয়ী হলে পটিয়াকে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন শহর হিসেবে গড়ে তুলবো। মেয়র পদে বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী গাজী মো: আবু তাহের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা ধানের শীষ প্রতীক নিয়ে আসন্ন পটিয়া পৌর নির্বাচনে নির্বাচনী বৈতরনী পার হতে চান। তিনি জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক ও ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহণ করে যাচ্ছি। একাধিক সামাজিক ও ক্রীড়া সংগঠনের সাথেও কাজ করছি। দলের মনোনয়ন পেলে নির্বাচনে মেয়র পদে লড়তে চান পটিয়া পৌর বিএনপির সাবেক এ যুগ্ম আহ্বায়ক।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ে টিলা কেটে পুকুর!
পরবর্তী নিবন্ধঅধ্যক্ষ মাহফুজা হত্যায় দুই গৃহকর্মীর মৃত্যুদণ্ড