বিএনপিকে ভোট দিতে চান ৭০% ভোটার

ইএএসডির জরিপ ।। জামায়াতকে ভোট দিতে চায় ১৯, এনসিপিকে ২.৬ শতাংশ চট্টগ্রাম বিভাগে বিএনপির সমর্থন ৭৪ শতাংশ

| মঙ্গলবার , ৬ জানুয়ারি, ২০২৬ at ৪:৪০ পূর্বাহ্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশের ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চান বলে এক জনমত জরিপে দাবি করা হয়েছে। জরিপে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ১৯ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ২ দশমিক ৬ শতাংশ মানুষ ভোট দিতে চায়। উল্লেখ্য, এনসিপি ইতোমধ্যে জামায়াতের সঙ্গে জোট গঠন করেছে। জরিপটি করেছে ‘এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট’ (ইএএসডি) নামের একটি বেসরকারি সংস্থা। গতকাল সোমবার বিকালে ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে সংবাদ সম্মেলন করে জরিপের ফল তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থাটির উপদেষ্টা কাজী সাইফউদ্দীন বেননূর। জরিপের ফল তুলে ধরেন ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার। পরে সংস্থার পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের বিস্তারিত জানানো হয়। খবর বিডিনিউজ ও বাংলানিউজের।

ইএএসডি বলেছে, ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত তারা জরিপটি চালিয়েছে। ৩০০টি সংসদীয় আসনের আওতায় ৬৮৪টি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে দৈবচয়ন পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হয়। এতে মোট ২০ হাজার ৪৯৫ জন ভোটারের মতামত নেওয়া হয়। সংস্থাটি বলেছে, ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কোবো টুলবক্সের’ মাধ্যমে তথ্য সংগ্রহে মাঠপর্যায়ে ১২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত তথ্য সংগ্রাহক কাজ করেছেন। জরিপটি ছিল ‘ক্রসসেকশনাল’ ও বর্ণনামূলক। জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে পুরুষ ৭৫ শতাংশ এবং নারী ২৫ শতাংশ। জরিপের ফলে বলা হয়েছে, বিএনপির প্রতি সর্বোচ্চ ৭০ শতাংশ সমর্থন পড়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯ শতাংশ, এনসিপি ২৬ শতাংশ, জাতীয় পার্টি ১ দশমিক ৪ শতাংশ এবং স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে ০ দশমিক ১ শতাংশ সমর্থন পাওয়া গেছে। আঞ্চলিকভাবে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে বিএনপির সমর্থন সবচেয়ে বেশি, ৭৪ শতাংশ। জরিপে বলা হয়েছে, জামায়াতে ইসলামীর পক্ষে বেশি সমর্থন এসেছে বরিশাল ও খুলনায়; যথাক্রমে ২৯ ও ২৫ শতাংশ। রংপুর অঞ্চলে জাতীয় পার্টির সমর্থন ৫ দশমিক ২ শতাংশ। জরিপে অংশ নেওয়া ৭৭ শতাংশ মানুষ মনে করেন, আসন্ন নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করতে সক্ষম হবে। একই সঙ্গে ৭৪ শতাংশ ভোটার তাদের নিজ নিজ আসনে বিএনপি প্রার্থীর বিজয়ের সম্ভাবনা দেখছেন।

জরিপে বলা হয়েছে, আগে আওয়ামী লীগকে সমর্থন দেওয়া ভোটারদের ৬০ শতাংশ আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি ২৫ শতাংশ জামায়াতে ইসলামীকে এবং বাকি ১৫ শতাংশ অন্যান্য দলকে সমর্থনের কথা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধজাবেদ, তার স্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
পরবর্তী নিবন্ধহাই কমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা