বিএনপিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে : সরওয়ার জামাল

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২৯ ডিসেম্বর, ২০২৪ at ১১:১৪ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, সব ধরনের ভেদাভেদ ভুলে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে। দলের তৃণমূলে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। এ লক্ষ্যে আমাদের ঐক্যের কোন বিকল্প নেই। তিনি গতকাল শনিবার পরৈকোড়া ইউনিয়নে কারানির্যাতিত যুবদল নেতা মানিকের পরিবারে সাক্ষাৎকালে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন।

এরপর তিনি বরুমচড়া ইসলামিয়া আজিজিয়া কাছেমুল উলুম মাদ্রাসার বার্ষিক সভাসহ জুইদন্ডী ইউনিয়ন জিয়া স্মৃতি সংসদ অফিস পরিদর্শন ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নেন। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার এন্ড মার্চেন্টস গ্রুপের মিলনমেলা