বিএনপি নেতাদের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তাদের এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছি। এখন মনে হয় বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে। গতকাল শনিবার রাজধানীর পল্টনে বিএম মিলনায়তনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন বলেন, আমরা উনাদের (বিএনপি নেতাদের) এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছি। কিন্তু উনাদের মাথাও ক্লিন হয় নাই, বডিও ক্লিন হয় নাই, কিছুই হয় নাই। এজন্য আমাদের মনে হয় এখন উনাদের বুড়িগঙ্গার পানি দিয়ে একটু পরিষ্কার করতে হবে। তিনি বলেন, যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক অপসংস্কৃতি থেকে যদি লাঠালাঠি, পাল্লাপাল্লি এগুলা থেকে আপনারা বেরিয়ে আসতে না পারেন, তাহলে আপনাদেরকে আমরা বুড়িগঙ্গার পানি দিয়ে একটু গোসল করাব, যাতে ভবিষ্যতে আপনাদের ব্রেনটা একটু খোলে। এর চেয়ে আর মকারি আপনাদের নিয়ে করতে পারি না। আমাকে এমনি বলা হয়ে থাকে, আমি নাকি বিএনপি বা জামায়াতের বিরুদ্ধে কথা বলি। খবর বাংলানিউজের।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমার তো ভাই কারো সঙ্গে পার্সোনাল কোনো ক্ষতি বা সম্পর্ক নাই। এখন আমি এখানে রাজনীতি করতে আসছি। আমাদের এখনো ছোট বয়স। আমাদের মাথা এখনো আমরা কারো কাছে বিক্রি করি নাই। ফলে আমরা সত্য কথাগুলো বলতে পারি। এজন্য সত্য কথাগুলো বলি।
তিনি বলেন, গণভোটের জন্য নাকি বিএনপির থেকে একটি দাবি উত্থাপন করা হয়েছে যে, এটাতে নাকি অনেক টাকা খরচ হবে। এই গণঅভ্যুত্থানের পরে বিএনপির একটা গডফাদার, একটা আসনের একটা লোক যে চাঁদাবাজি করেছে, ওই টাকা দিয়েই তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশে।
এনসিপির এই নেতা বলেন, তারা (বিএনপি) বাংলাদেশের এবং শেখ হাসিনার যে সম্পদগুলো চুরি করেছিল, এগুলো তো আপনার–আমার সম্পদ। এগুলো তো রাষ্ট্রীয় কোষাগারে জমা হওয়ার কথা। এজন্য আমরা বিএনপির কাছে আহ্বান রাখব, আপনারা যে ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস বাংলাদেশে কায়েম করেছেন, জনগণের টাকা লোপাট করেছেন, এগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আর যদি টাকার প্রশ্ন আসে একটা গণভোট আয়োজন করতে, এ টাকা, এটা তো আপনাদের একটা আসনে… ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন, ও যে টাকা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, ওই টাকা দিয়েই বাংলাদেশে একটা গণভোট হওয়া সম্ভব।












