বিএইচবিএফসি এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি

চবি শিক্ষক/কর্মচারী পাবেন গৃহ নির্মাণ ঋণ

| শুক্রবার , ৬ নভেম্বর, ২০২০ at ৭:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ প্রদানের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং অর্থ মন্ত্রণালয়ের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের পক্ষে সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, অতিরিক্ত সচিব মো. এখলাছুর রহমান, হাবিবুর রহমান, বিশ্বজিৎ ভট্টাচার্য্য; বিএইচবিএফসি এর পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান, আইন ও প্রশিক্ষণ মহাবিভাগের জেনারেল ম্যানেজার প্রলয় কুমার ভট্টাচার্য্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এমদাদুল হক, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মঞ্জুরুল আলমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত সমঝোতা স্মারকে অর্থ মন্ত্রণালয়ের পক্ষে এখলাসুর রহমান, বিএইচবিএফসি’র পক্ষে মোহাম্মদ শাহজাহান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে অধ্যাপক এস এম মনিরুল হাসান স্বাক্ষর করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমরিশাসে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
পরবর্তী নিবন্ধপটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর