প্রকিউরমেন্ট আইন অমান্য করে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদানসহ নানা অনিয়মের অভিযোগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) চট্টগ্রামের আওতাধীন নগরীর বিক্রয় ও বিতরণ বিভাগ আগ্রাবাদ ও হালিশহর দপ্তরে অভিযান চালিয়েছে দুদক। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে পিএসডিসি ইউইসিসি এসি জেবি, পিএসডিসি ইউইসিসি জেবি ও মেসার্স সোহেল ইনকর্পোরেশন।
গতকাল রোববার দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে দুদকের একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় দপ্তরে সংরক্ষিত রেকর্ডপত্র সংগ্রহ এবং পর্যালোচনা করা হয়। পাশাপাশি কর্তৃপক্ষের বক্তব্য গ্রহণ করা হয়। এছাড়া দরপত্রে অংশগ্রহণকারী প্রত্যেকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের দরপত্র সংক্রান্ত রেকর্ডপত্র খতিয়ে দেখা হয়েছে। টার্নওভার, ক্রেডিট লাইন, কাজের অভিজ্ঞতার সনদ, সাপ্লাই ওয়ার্কস, কোয়ালিটি কন্ট্রোল সনদ, ম্যানুফ্যাকচারার অথরাইজেশন লেটার, ই–জিপিতে কালো তালিকাভুক্তি ইত্যাদির সঠিকতা যাচাই সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ ও পর্যালোচনা করা হয়েছে।
দুদক কর্মকর্তা সায়েদ আলম দৈনিক আজাদীকে বলেন, অভিযোগের প্রেক্ষিতে আরো রেকর্ডপত্র চাওয়া হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে।












