নগরীর কোতোয়ালী থানাধীন বিআরটিসি এবং রাইফেল ক্লাব এলাকায় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পৃথক অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছে।
গত বৃহস্পতিবার রাতে বিআরটিসির হিলটাউন হোটেল এবং গতকাল সকালে হোটেল মুসলিমে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।