বিআরটিএ মাস্টার ইন্সট্রাক্টরদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

আজাদী প্রতিবেদন | সোমবার , ১ ডিসেম্বর, ২০২৫ at ৫:২৭ পূর্বাহ্ণ

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে ড্রাইভিং স্কুলের মাধ্যমে বাধ্যতামূলক ৬০ ঘন্টা প্রশিক্ষণ গ্রহণ নিশ্চিতকরণের জন্য বিআরটিএ ১১১ জন মাস্টার ইন্সট্রাক্টর নির্বাচিত করেন। এদের মধ্যে চট্টগ্রাম বিভাগের ১৯ জন মাস্টার ইন্সট্রাক্টরকে গতকাল সকালে চট্টগ্রাম বিআরটিএ বিভাগীয় কার্যালয় বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। নগরীর বালুছড়াস্থ বিআরটিসি বাস ডিপোস্থ প্রশিক্ষণ কক্ষে মাস্টার ইন্সট্রাক্টর প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরী।

বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ’র পরিচালক (এনফোর্সমেন্ট) জাকির হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিআরটিএ’র পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ মাসুদ আলম। অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়কে মানুষের প্রাণহানি রোধে পেশাদার প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। নতুন লাইসেন্স আবেদনকারীদের দক্ষতা বৃদ্ধি করলে দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে। আধুনিক ট্রাফিক ব্যবস্থা, সঠিক ড্রাইভিং সংস্কৃতি এবং প্রশিক্ষিত চালক তৈরি করতে এ সার্টিফিকেশন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধটইটং রহমানিয়া আদর্শ মাদ্রাসায় বিদায় অনুষ্ঠান