বিআরটিএ, পাসপোর্ট অফিসসহ নগরীর গুরুত্বপূর্ণ ৯টি স্পটে অভিযোগ বক্স বসিয়েছে দুর্নীতি দমন কমিশন। বাকী স্পটগুলো হলো- সিডিএ, কাস্টমস, বন্দর, সিটি করপোরেশন, চমেক হাসপাতাল, ডিসি অফিস ও হিসাবরক্ষণ অফিস। গতকাল সকালে অভিযোগ বক্সগুলো বসানো হয়। সেবাপ্রার্থী যে কেউ হয়রানি, দুর্নীতি ও অনিয়ম সম্পর্কে এসব বক্সে লিখিত অভিযোগ জমা করতে পারবেন। আগামী ২ আগস্ট পর্যন্ত এসব বক্স সকলের জন্য উন্মুক্ত থাকবে।
পর দিন অর্থাৎ ৩ আগস্ট চমেক হাসপাতালের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে প্রাপ্ত অভিযোগগুলোর প্রেক্ষিতে গণশুনানি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক মো. নাজমু সাদাত আজাদীকে বলেন, নগরীর গুরুত্বপুর্ণ ৯ স্পটে বসানো অভিযোগ বক্সে আজকে (গতকাল) ১৫ টির মতো লিখিত অভিযোগ জমা হয়েছে। আশা করছি, আগামী ২ আগস্ট পর্যন্ত আরও বেশ কিছু অভিযোগ জমা হবে। সবগুলো অভিযোগ নিয়ে ৩ আগস্ট গণশুনানি অনুষ্ঠিত হবে। অভিযোগকারী, যার বিরুদ্ধে অভিযোগ এবং অন্যান্য সংশ্লিষ্টরাও গণশুনানিতে উপস্থিত থাকবেন। তিনি বলেন, গণশুনানিতেই অভিযোগকারী সমাধান পেয়ে যাবেন। যে অভিযোগের তাৎক্ষনিক সমাধান সম্ভব নয় তা পরে প্রসিডিউর অনুযায়ী সমাধান করা হবে।
দুদক চট্টগ্রাম কার্যালয় সূত্র জানায়, গণশুনানিতে দুদক কমিশনার (অনুসন্ধান) মোজাম্মেল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মডারেটর হিসেবে থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। উল্লেখ্য, প্রতিবছর দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়ে আসলেও করোনার কারণে গত দুই বছর চট্টগ্রামে তা বন্ধ ছিল।