বিআরটিএ থেকে ২১ দালাল আটক

ডকুমেন্ট, নগদ টাকা ও মোবাইল উদ্ধার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৪ জুন, ২০২১ at ১০:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিআরটিএতে অভিযান চালিয়ে ২১ জন দালালকে আটক করেছে র‌্যাব-৭। গতকাল রোববার সকাল থেকে র‌্যাব-৭ এর সিনিয়র এএসপি মো. আনোয়ার হোসেন ভূঞার নেতৃত্বে এ অভিযান চলে। অভিযানে আটককৃতদের কাছ থেকে বিভিন্ন ডকুমেন্ট, নগদ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।
র‌্যাবের হাতে আটককৃতরা হলো, হাটহাজারীর মদনহাট এলাকার সেকান্দর চেয়ারম্যান বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে সাইফুদ্দিন (২৯), আমান বাজার শাহেনশাহ গেট এলাকার ড. হামিদ বাড়ির আবদুর শুক্করের ছেলে মোরশেদ (২১), মৃত মো. ইউনুছের ছেলে আবদুল হান্নান (২৪), রাউজান পৌরসভার গহিরা রহিম পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে খোরশেদ (৩৫), হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ লালিয়ার হাট তৈয়্যবিয়া পাড়ার মৃত কামাল উদ্দিনের ছেলে আবুল কালাম (৪০), মো. সফির ছেলে মো. পারভেজ (৩০), নুরুল আলমের ছেলে আনোয়ার হোসেন (৩৫), মৃত ফজর রহমানের ছেলে মো. ফোরকান (৪৮), মৃত মাহবুবুল আলমের ছেলে মো. মুন্না (২৮), মৃত আবুল খায়েরের ছেলে মো. জুবায়ের (২৯), মো. ফারুকের ছেলে মো. এনাম (২১), নিরঞ্জন দাশের ছেলে মো. রিপন (২৫), ফতেহাবাদ উজির আলী সওদাগরের বাড়ির মো. কামালের ছেলে মো. এমরান, চন্দনাইশের হারালা কেরানী বাড়ির মৃত আহমদ মিয়ার ছেলে বদিউল আলম (৬৪), খন্দকিয়া আহমেদ অলী সওদাগরের বাড়ির মৃত রফিক আহমদের ছেলে মো. সোহেল (৪০), চিকনদণ্ডী মৌলভী আকমলের বাড়ির সফুর আহমদের ছেলে মো. নুর আলম (৬০), নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন ওয়াজেদিয়া মৌল্লা আলীর বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে নজরুল ইসলাম (৪০), হালিশহর থানাধীন রামপুর দক্ষিণ পাড় এলাকার নুরুল আমিনের ছেলে মো. নাছিম (৪৫), পশ্চিম রামপুর এলাকার মৃত মোহাম্মদ শাহজাহানের ছেলে সরওয়ার হোসেন (২৬), চান্দগাঁওয়ের বাদশা মিয়ার ছেলে নাসিম উদ্দিন (৪৯) ও নোয়াখালীর মাইজদি এলাকার আজগর বেপারি বাড়ির তোফাজ্জলের ছেলে আবদুল্লাহ আল নোমান (২৫)।
অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব-৭ এর সিনিয়র এএসপি মো. আনোয়ার হোসেন ভূঞা বলেন, আমাদের কাছে অভিযোগ আসে বিআরটিএতে দালাল ছাড়া কোন কাজ হয় না। এসব অভিযোগের উপর ভিত্তি করে গোয়েন্দা তথ্যে ভিত্তিতে রোববার সকাল থেকে বালুচড়া বিআরটিএ কার্যালয় এলাকায় অভিযান চালানো হয়। এসময় ২১জন দালালকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের নামে হাটহাজারী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনার্সের বাসায় কিশোরীর লাশ
পরবর্তী নিবন্ধজুরাছড়িতে কার্বারিকে গুলি করে হত্যা