নগরীতে স্বাস্থ্যবিধি কার্যকরসহ সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান চালিয়েছে বিআরটিএ। গতকাল রোববার বহদ্দারহাট, অক্সিজেন মোড় ও কাস্টমস মোড়ে পৃথক অভিযান চালিয়ে ৪৪ মামলায় ৪৯ হাজার ১শ টাকা জরিমানা করেছেন তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিআরটিএ সূত্রে জানা গেছে, রোববার বহদ্দারহাট মোড়ে অভিযান চালিয়েছেন বিআরটিএ আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরের জামান চৌধুরী। অভিযানে তিনি ১১ মামলায় ১২ হাজার ৪শ টাকা জরিমানা করেন। নগরীর অক্সিজেন মোড়ে অভিযান চালিয়েছেন আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশ। তিনি ৮ মামলায় ১০ হাজার ৫শ টাকা জরিমানা করেন। অন্যদিকে নগরের কাস্টমস মোড়ে অভিযান চালিয়ে ২৫ মামলায় ২৬ হাজার ২শ টাকা জরিমানা করেছেন আদালত-১৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুর রহমান। তন্মধ্যে অতিরিক্ত যাত্রী বহন করার অপরাধে ৬টিতে সাড়ে পাঁচ হাজার এবং স্বাস্থ্যবিধি না মানায় ৭টিতে তিন হাজার দুইশ টাকা জরিমানা করেন।