বিআরটিএ’র অভিযানে ৫৯ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২০ at ৬:৪২ পূর্বাহ্ণ

নগরীর আতুরার ডিপো, নতুন ব্রিজ ও ২নং গেট এলাকায় অভিযান চালিয়েছেন বিআরটিএ’র তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে এসব অভিযান চালানো হয়। তিন অভিযানে ৩৪ মামলায় ৫৮ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করেন তারা।
বিআরটিএ সূত্রে জানা গেছে, নগরীর আতুরার ডিপো এলাকায় অভিযান চালিয়ে ৭ মামলায় ২৫ হাজার টাকা জরিমানা করেন বিআরটিএ আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরের জামান চৌধুরী। একই সময়ে নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়েছেন আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশ। তিনি ৭ মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। অন্যদিকে ২নং গেট এলাকায় অভিযান চালিয়ে ২০ মামলায় ২৩ হাজার ২শ’ টাকা জরিমানা করেছেন আদালত-১৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুর রহমান। তন্মধ্যে অতিরিক্ত যাত্রী নেওয়ার অপরাধে ৫ মামলায় ৪ হাজার ২শ’ টাকা এবং স্বাস্থ্যবিধি না মানায় ৭ মামলায় ৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন।

পূর্ববর্তী নিবন্ধমুক্ত হাওয়ার টানে সমুদ্র পাড়ে ছুটছে মানুষ
পরবর্তী নিবন্ধবন্ধু প্রতিবেশীরা ভারতকে ছেড়ে যাচ্ছে?