বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে চার সদস্যের ইইউ প্রতিনিধি দল গত ২২ জানুয়ারি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় অবস্থিত শতভাগ রপ্তানিমুখী রিটজী গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিআইডিআই এ্যাপারেলস্ লিঃ পরিদর্শন করেছেন।
প্রতিষ্ঠানে ইইউ রাষ্ট্রদূতকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মির্জা মোঃ জামশেদ আলী ও পরিচালক মির্জা মোঃ আকবর আলী। রাষ্ট্রদূত প্রতিষ্ঠানের হেলথ এন্ড সেফটি সুবিধাসহ প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রতিষ্ঠানের ছাদে স্থাপিত ইইউ সিরাপ (ঝজঊটচ) প্রকল্পের আওতায় অর্থায়িত ৮০৩ কি:ও: ক্ষমতার রূপটপ সোলার পাওয়ার প্লান্ট পরিদর্শন করেন। এরপর সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রতিষ্ঠানের শ্রমিক ও পরিবেশ বান্ধব বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন এবং শ্রমিকের জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠানের পরিকল্পনাসহ দেশের রপ্তানি বাণিজ্যে প্রতিষ্ঠানের ভূমিকার কথা তুলে ধরেন। রাষ্ট্রদূত প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং পরিবেশ বান্ধব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে রূপটপ সোলার প্লান্ট স্থাপন এবং জ্বালানি সাশ্রয়ী মেশিনারিজ ব্যবহারের প্রতি প্রতিষ্ঠানের আগ্রহের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, রিটজী গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিআইডিআই এ্যাপারেলস লিঃ ২০১৮ সালে চট্টগ্রাম রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকায় ২০১৮ সালে তাদের যাত্রা শুরু করে। বর্তমানে এই প্রতিষ্ঠানে ১৮৫০ জন শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, মির্জা মোহাম্মদ জামশেদ আলী, রপ্তানি কার্যক্রমে অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক পর পর দুইবার সিআইপি মনোনীত হয়েছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের প্রকল্প পরিচালক ইয়াসমিন রহমান বুলা, যুগ্ম পরিচালক মাহবুব সাদী ভূইয়া, এম আবদুল্লাহ মুক্তাদির, সিইপিজেডের এডিশনাল এক্সিকিউটিব ডাইরেক্টর মোঃ এনামুল হক, প্রাইম ব্যাংক কর্পোরেট ব্যাংকিং, চট্টগ্রামের প্রধান রিটন বডুয়াসহ প্রাইম ব্যাংক ও বিআইডিআই এ্যাপারেলস্ লিঃ এর কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।