বিআইটিআইডিতে ‘প্রাণির কামড় ও জলাতঙ্ক ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালা

| সোমবার , ২৬ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) সেমিনার কক্ষে ‘প্রাণির কামড় ও জলাতঙ্ক ব্যবস্থাপনা’ শীর্ষক ব্যবহারিক প্রশিক্ষণ কর্মশালা গত ২৪ জানুয়ারী অনুষ্ঠিত হয়। বিআইটিআইডি’র পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. ইফতেখার আহমদের সভাপতিত্বে সেমিনারে রিসোর্স পারসন ছিলেন স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব ড.মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ একরাম হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম অধ্যাপক ডা. মো. মামুনুর রশীদ, ডা. প্রণব কুমার বড়ুয়া, ডা. রতন কুমার নাথ, ডা. রুমানা রশীদ, ডা. তাবাসসুম ফেরদৌসী, ডা. ফারজিন আক্তার ও ডা. তামান্না নাসরিন। চমেক হাসপাতাল, জেনারেল হাসপাতালসহ জেলার ৬টি উপজেলা থেকে মোট ১৮জন চিকিৎসক কর্মকর্তা প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালার রিসোর্স পারসন স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) . মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম প্রশিক্ষণটিকে সময়োপযোগী বলে উল্লেখ করেন। বর্তমানে মানুষের মাঝে পোষা প্রাণী পালনের প্রবণতা বেড়ে যাওয়ায় এবং জলাতঙ্ক বিষয়ে অসচেতনতার কারণে অধিক মানুষ ভ্যাকসিনের জন্য হাসপাতালের শরনাপন্ন হচ্ছে। এর পাশাপাশি তিনি ব্যাপক হারে কুকুরদের জলাতঙ্কের টিকাদানের ব্যাপারে গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমৌনতার সূতোয় বোনা একটি রঙিন চাদর
পরবর্তী নিবন্ধদৃষ্টির স্কুল অব ডিবেটের ৩৩তম ব্যাচের সমাপ্তি