দক্ষ মানব সম্পদ তৈরি উন্মুক্ত বাজার অর্থনীতি ও তথ্য–প্রযুক্তির অবাধ ব্যবহারে সুযোগ সৃষ্টি মাধ্যমে গড়ে তোলা সম্ভব সমৃদ্ধ রাষ্ট্র এই প্রতিপাদ্যে সামনে রেখে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিআইএম ইনস্টিটিউটের চট্টগ্রাম ক্যাম্পাসে অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশে দক্ষ ও কার্যকরী মানবসম্পদ উন্নয়নে বর্তমান ও ভবিষ্যৎ বিষয়ে ভাবনার কথা তুলে ধরেন বিভিন্ন প্রতিষ্ঠানের অংশীজনরা। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, দক্ষ মানবসম্পদের জন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর দাবি জানান।
এ সময় তিনি শিক্ষা কমিশন গঠনের জন্য জোর দাবি জানান।মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিআইএমের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ মতিয়ার রহমান, পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) প্রকৌ: মোঃ তরিকুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রক্টর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, বিআইএম, চট্টগ্রাম ক্যাম্পাসের উপপরিচালক মোঃ জাফর আলী। এসময় সভায় সরকারি–বেসরকারি খাতের শতাধিক অংশীজন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।