বিআইএম অ্যালামনাই ও অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের সাথে সমঝোতা স্বাক্ষর

| রবিবার , ২৩ জুলাই, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের সাথে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যালামনাই সোসাইটির স্বাস্থ্যসেবার কর্পোরেট সুবিধা বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়েছে। গত ২০ জুলাই অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের সাথে বিআইএম অ্যালুমনি সদস্য এবং পরিবারবর্গের যাবতীয় চিকিৎসা কার্যক্রম যথাক্রমে সব প্যাথলজিক্যাল, বায়োকেমিস্ট্র, এঙরে, এমআরআই. সিটিস্ক্যান ও ইসিজি সার্ভিস প্রদানের লক্ষ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। কর্পোরেট চুক্তিতে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আনান্ত এন রাও এবং বিআইএম অ্যালামনাই সোসাইটি, চট্টগ্রামের পক্ষে সভাপতি আনোয়ারুল ইসলাম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিআইএম অ্যালামনাই সোসাইটির পক্ষে উপস্থিত ছিলেন সহসভাপতি সাইদুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু ফয়েজ, যুগ্মসম্পাদক এস এম মুহিব্বুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম, বাসু দেব রুদ্র এবং অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের পক্ষে অর্থ বিভাগের প্রধান ও কোম্পানি সচিব হেলাল উদ্দিন, ব্যবসা বিভাগের প্রধান মানস মজুমদার প্রমূখ। শেষে সোসাইটির সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের সাথে এই চুক্তি একটি ভাল পদক্ষেপ যা আমাদের সোসাইটির সদস্যদের জন্য বিশ্বমানের সেবা নিশ্চিত করবে এবং বিআইএম চট্টগ্রাম ক্যাম্পাসে অ্যালুমনিদের জন্য চিকিৎসা সম্পর্কিত একটি প্রোগাম আয়োজন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনবীন শিক্ষার্থীরা আগামীতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে
পরবর্তী নিবন্ধঅংশগ্রহণমূলক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই