প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড় ক্যাম্পাসে ইংরেজি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিংশ শতাব্দীর মার্কিন সাহিত্যের ওপর এক ব্যতিক্রমী পোস্টার প্রদর্শনী। গত ১৯ বিভাগের ৪০তম ব্যাচের (৮ম সেমিস্টার) শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রদর্শনীটি পুরো ক্যাম্পাসকে একটি শৈল্পিক সাহিত্য গ্যালারিতে রূপান্তর করে। ‘সেলিব্রেটিং ভয়েসেস অব টুয়েন্টিয়েথ সেঞ্চুরি আমেরিকান রাইটার্স’ শীর্ষক এই আয়োজনে শিক্ষার্থীরা তাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত আর্নেস্ট হেমিংওয়ে, এফ স্কট ফিটজেরাল্ড এবং রবার্ট ফ্রস্টের মতো বিশ্বখ্যাত সাহিত্যিকদের জীবন ও সৃষ্টিকর্ম উপস্থাপন করে। রবার্ট ফ্রস্টের কবিতার গূঢ় দর্শন, ‘দ্য গ্রেট গেটসবাই’–এর সামাজিক ট্র্যাজেডি কিংবা ‘এ ফেয়ারওয়েল টু আর্মস’–এর যুদ্ধকালীন প্রেক্ষাপট শিক্ষার্থীরা হাতে তৈরি পোস্টারে বৈচিত্র্যময় কাঠামো ও রঙের ব্যবহারে দৃশ্যমান করে।
অনুষ্ঠান উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর এস.এম. নছরুল কদির। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কোর্সের সমন্বয়ক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম। উপাচার্য কেক কেটে প্রদর্শনী উদ্বোধন করেন।
উপাচার্য বলেন, এ ধরনের সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে একটি সুস্থ ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। তিনি বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদকে এ ধরনের শিক্ষার্থী–কেন্দ্রিক সৃজনশীল কর্মকাণ্ড পাঠ্যক্রমের সাথে যুক্ত করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












