বা ং লা দে শে র ফু ল

নাজমুল আহসান | বুধবার , ২৩ জুলাই, ২০২৫ at ৫:৪৩ পূর্বাহ্ণ

ছাতার মতো দেখতে বলে একে ছাতিম গাছ বলা হয়। এর ডালপালাগুলো এমনভাবে সমান দূরত্বে বিন্যস্ত থাকে যে দেখে মনে হয় যেন একটা ছাতা, গাছের সব পাতা এক সঙ্গে ঝরে যায় না। তাই এটি চিরসবুজ গাছ । গাছ বেশ বড় হয় । গায়ের রঙ সাদাটে। ডালের চারপাশে ছয় থেকে সাতটি পাতা সুন্দরভাবে সাজানো থাকে। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এক লাফে কিছু দূর ওঠেই সে ডালাপালা ছড়ায়। এভাবেই সে বাড়ে। ফুল ফোটে একেবারে শরৎ থেকে শীত পর্যন্ত । ফুল যখন ফোটে তখন তার সুগন্ধের প্লাবনে চারদিক মেতে ওঠে। ছাতিম ফুল অনুজ্জ্বল, সবুজাভ সাদা । দূর থেকে হঠাৎ করে দেখা যায় না । কিন্তু সবগুলো ডালের আগায় সাতটি পাতার বুকে ফুলগুলো বের হয় ছাতার মতো গোল হয়ে। ছাতিম নামটি এজন্য সার্থক। ফুলের নিচের অংশে নলের মতো এবং নল মুখের পাঁচটি পাপড়ি অল্প বাঁকানো। এর পল সজনে বা বরবটির মতো। ছাতিমের অনেক নাম-সপ্তপর্ণী, ছাতিয়ান, ছাতিরন, ছাট্টইন, শয়তান ইত্যিাদি। আদিবাসী ও পাহাড়ি মানুষ মনে করে ওই গাছের জাদুকরী শক্তি আছে। এর নিচে ঘুমালে নির্ঘাৎ মৃত্যু হবে।

ছাতিমের জন্মস্থান বাংলাদেশ, ভারত, মালয়, জাভা ও চীন। ছাতিমের ইংরেজি নাম-উবারষ্থং ঋষড়বিৎ ও বৈজ্ঞানিক নাম Astonia Scholaris.

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধওষখাইন আলী নগর দরবারে ওরশ