জবা আমাদের পরিচিত ফুল। তবে এটি আমাদের দেশি ফুল নয় ভাবতে কষ্ট হয়। কারণ জবার মানিয়ে যাওয়া আমাদের নিজস্ব ফুল বলে ভাবতে বিশ্বাস করায়। আমাদের দেশের প্রায় সবখানেই জবাফুল চোখে পড়ে। জবার আদিরূপ ছিল রক্তরাঙা। অনেকটা ভোরের সূর্যের মতো। এটি চাইনিজ রোজ নামেও পরিচিত। জবার প্রাথমিক রঙ লাল থাকলেও পরবর্তীতে সাদা, হালকা গোলাপি, হালকা বেগুনি, কমলা ইত্যাদি রঙে আত্ম প্রকাশ করে।
জবার আদি নিবাস চীন দেশ। শুধুমাত্র সৌন্দর্যের কারণেই জবাফুল সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। জবা আমাদের দেশে এসেছে চীন, আফ্রিকা এবং হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে । হাওয়াই দ্বীপ বাসিরা জবাকে জাতীয় ফুলের মর্যাদা দিয়েছে। জবা নিয়ে রচনা করেছে জনপ্রিয় গান ।
জবা বর্ষজীবী ফুল গাছ । সাধারণত ৮–৯ ফুট লম্বা হয়। তবে কোনও কোনও জাতের গাছ ৪–৫ ফুটের বেশি লম্বা হয় না। জবা পাতা গাঢ় সবুজ আকৃতি ডিমের মতো। পাতার চারদিকে করাতের মতো দাঁত। জবার কোনও কোনও জাতের পাতা সাদা হলদে ছিটযুক্ত কিংবা সাদা সবুজের মিশ্রণযুক্ত।
বিদেশ থেকে এলেও জবা আমাদের এত কাছের যে জবা না থাকলে বাগানের সৌন্দর্য কমে যায়। শুধু বাগান কেন পথের দু‘পাশে কিংবা শহরের সঙ্গে সবুজ ঘাসের মাঝে হলদে জবা দেখতে চমৎকার লাগে। পূজার ফুল হিসেবেও জবার বেশ সমাদর রয়েছে।
জবার ইংরেজি নাম – Rosa Sinensis ও বৈজ্ঞানিক নাম Hibiscus