বায়েজীদ থানাধীন বার্মা কলোনি এলাকায় সাহাব (১৫) নামে এক কিশোরকে ছুরিকাহত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে তার বন্ধু আকাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
সাহাব বায়েজিদ থানাধীন বার্মা কলোনির আমির হোসেনের ছেলে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। আকাশ জানায়, কথা কাটাকাটির জের ধরে স্থানীয় একটি কিশোর গ্রুপের সদস্যরা সাহাবকে ছুরিকাঘাত করেছে। তাকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।












