বায়েজিদ লিংক রোডে চেকপোস্টে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আজাদী প্র্রতিবেদন | সোমবার , ৮ ডিসেম্বর, ২০২৫ at ১২:৫৭ অপরাহ্ণ

আকবর শাহ থানা পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার বায়োজিদ লিংক রোডের ৬ নং ব্রিজ এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী নয়ন আকন (২৭)কে গ্রেপ্তার করা হয়। আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেছেন।

পুলিশ জানায়, শনিবার বায়েজিদ লিংক রোডে চেকপোস্টে মাদক ব্যবসায়ী নয়ন আকনকে তল্লাশি চালিয়ে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। সে রাঙামাটির নানিয়ারচর থানার ইসলামপুর গ্রামের হারুন আকনের পুত্র। তার বিরুদ্ধে আকবরশাহ থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরংপুরে মুক্তিযোদ্ধা ও স্ত্রীকে গলা কেটে হত্যা
পরবর্তী নিবন্ধপেকুয়ায় পরিত্যক্ত ভবনের দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু