নগরের বায়েজিদ লিংক রোড এলাকা থেকে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলেন মো. সুজন (১৯) ও মো. রাব্বি (২০)।
গত সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে একটি স্টিলের তৈরি নকল পিস্তল, একটি কিরিচ এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি টেক্সি উদ্ধার করা হয়।
সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে লিংক রোডস্থ হারুনের গ্যারেজের পাশে পাকা রাস্তা এলাকায় বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের গতকাল মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।












