চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন বায়েজিদ থানার তদারকি ও সমন্বয় কমিটির সাথে থানার অন্তর্ভূক্ত ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ গতকাল শনিবার বিকেলে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বায়েজিদ থানার সমন্বয় কমিটির দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক শফিকুল ইসলাম ফারুক।
তিনি বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তৃণমূল স্তরের কমিটিগুলোতে গ্রহণযোগ্য ও প্রতিনিধিত্বমূলক নেতৃত্ব নির্বাচনে সংশ্লিষ্ট সকলের মতামত ও পরামর্শ গ্রহণের জন্য মহানগর আওয়ামী লীগ থানা ভিত্তিক তদারক কমিটির পর্যবেক্ষণ ও সুপারিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কোন ধরনের হীনমন্যতা বা পক্ষপাত অবলম্বন না করে সংশ্লিষ্ট যে কেউ খোলামনে মতামত জানাতে পারবেন। প্রত্যেকের যৌক্তিক পরামর্শ ও মতামত আমলে এনে তৃণমূল স্তরের নেতৃত্ব নির্বাচন করা হবে। মনে রাখতে হবে পরামর্শ দাতারা কোনোভাবেই পক্ষপাত দুষ্ঠ হয়ে বিতর্কিত কারো নাম যেন প্রস্তাব না করেন। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে গতিশীল করতে এলাকার বিশিষ্ট গণ্যমান্য ও বিভিন্ন শ্রেণি পেশার বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীদের দলের সদস্যদের অন্তর্ভূক্ত করার প্রক্রিয়া চলমান রাখার আহ্বান জানান।
বিকেলে ৪টায় অক্সিজেনস্থ জাহাঙ্গীর টাওয়ারে বায়েজিদ থানা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়েজিদ থানার সমন্বয় কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. আবু তাহের নির্বাহী সদস্য ও ১নং ওয়ার্ড সভাপতি কাউন্সিলর গাজী শফিউল আজিম, মোহাব্বত আলী খান, থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দিন, আব্দুল মান্নান চৌধুরী, মো. ইয়াকুব, রুহুল আমিন মুন্সী, মো. আব্দুল মালেক বক্তব্য রাখেন।
সভার সিদ্ধান্তমতে বায়েজিদ থানার আওতাধীন ওয়ার্ডসমূহে কার্যকরী কমিটির সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।