পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি–চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ইউনিফর্ম উদ্ধারের ঘটনায় পাহাড়তলীর পর এবার বায়েজিদ থানার একটি মামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা সুইপ্রু মারমা প্রকাশ চিনু মারমার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।
গত ১৭ মে নগরীর বায়েজিদের নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস থেকে ২০ হাজার ৩০০টি ইউনিফর্ম ও ২৬ মে নগরীর অঙিজেন নয়াহাট এলাকার একটি কারখানা থেকে ১১ হাজার ৭৮৫টি ইউনিফর্ম উদ্ধার করা হয়। তারও পরে গত ২৭ মে নগরীর পাহাড়তলীর ডিটি রোডের একটি কারখানা থেকে ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করে পলিশ। এসব ঘটনায় পুলিশের পক্ষ থেকে পৃথক মামলা দায়ের করা হয়।
আদালত সূত্র জানায়, গত বৃহস্পতিবার বায়েজিদ থানা পুলিশ সুইপ্রু মারমাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে পাহাড়তলী থানা পুলিশ তাদের থানার একটি মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। শুনানি শেষে বিচারক গত মঙ্গলবার তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।