বায়েজিদ বোস্তামী থানার জায়গার সংকট প্রকট হয়ে উঠায় রাস্তা দখল করে জব্দকৃত গাড়ির স্তূপ রাখা হয়েছে। যা স্থানীয়দের চলাচলের ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সৃষ্টি করেছে।
পুলিশ এবং স্থানীয় সূত্র জানিয়েছে, বায়েজিদ বোস্তামী থানার জায়গার সংকট প্রকট। চোরাই বা মামলার আলামত হিসেবে জব্দকৃত গাড়ি রাখার মতো জায়গা থানার নেই। তাই পুলিশ এই ধরনের গাড়িগুলো কুঞ্জছায়া আবাসিক এলাকা, সাংবাদিক হাউজিং সোসাইটির রাস্তাসহ থানার ধারেকাছের রাস্তার দুই পাশে জড়ো করে রেখেছে। রাস্তার দুপাশ অসংখ্য ভাঙ্গাচোরা গাড়ির দখলে চলে যাওয়ায় স্থানীয়দের নানাভাবে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
অপরদিকে রাস্তার উপর খোলা আকাশের নিচে গাড়িগুলো রাখায় এগুলোর মূল্যবান যন্ত্রনাংশ চোরেরা নিয়ে যায়। ব্যাটারিসহ নানা যন্ত্রাংশ হরদম চুরি হয় বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের পক্ষ থেকে গাড়িগুলোর একটি সুরাহা করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।