নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে বায়েজিদ থানাধীন মিদ্দাপাড়া রোডের আবদুল জলিল প্রকাশ চাঁন মিয়ার চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো. আবদুল জলিল প্রকাশ চাঁন মিয়া (৪০), মো. সোহেল (২৮), মো. মনির (৩৮), মো. আশরাফুল (২৬), রুবেল কুমার নাথ (৩০), মো. লিটন (৪৬), মো. হোসেন (৩৭), মো. মিন্টু (৩০) ও মো. নাছির (৩৪)।
বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, মিদ্দাপাড়া রোডে পুলিশের নিয়মিত টহলের সময় একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে ৯জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে নগদ ৪ হাজার ১৯০ টাকা ও ৩ সেট তাস জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।