নগরের বায়েজিদ থানা এলাকায় ১ হাজার ২১৩ কার্টন বিদেশি সিগারেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (বন্দর–পশ্চিম)। জব্দকৃত সিগারেটের আনুমানিক মূল্য ১২ লাখ ৩১ হাজার টাকা। গত বুধবার জালালাবাদ বালুচরা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বিজয় কর (৪৪) ও মো. রাজিব মিয়া প্রকাশ রাজু (২৮)।
মহানগর গোয়েন্দা বিভাগের উপ–পুলিশ কমিশনার (উত্তর) মুহাম্মদ আলী হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিরা খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে এসব সিগারেট সংগ্রহ করে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে বেশি দামে বিক্রির উদ্দেশে চট্টগ্রাম শহরে নিয়ে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। এ ঘটনায় বায়েজিদ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।












