বায়েজিদে সিএনজি চালককে পিটিয়ে হত্যা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ৬:১৯ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় এক সিএনজি চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার নাম মো. খোরশেদ। গত মঙ্গলবার সন্ধ্যার পর বায়েজিদ থানাধীন মিদ্যাপাড়া এলাকায় নৃশংস এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কোন কিছু জানা যায় নি।

এদিকে সিএনজি চালক খোরশেদকে পিটিয়ে হত্যা করা হচ্ছেএমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়কিছু একটা নিয়ে কয়েকজন লোকের সাথে খোরশেদের কথা কাটাকাটি হচ্ছে। ধস্তাধস্তিও হয়। একপর্যায়ে হামলাকারীদের একজন একটি লাঠি দিয়ে খোরশেদকে আঘাত করেন। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে খোরশেদ। সেখানেও তাকে লাঠি দিয়ে উপর্যুপরি পেটানো হয়। খোরশেদের শরীর যখন নিস্তেজ হয়ে আসে তখন হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ভিডিওতে আরো দেখা যায়, হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার পর আশেপাশের লোকজন সেখানে এসে ভিড় করেন।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির দৈনিক আজাদীকে বলেন, কি নিয়ে ঘটনা এখনো জানি না, কারা ঘটনা ঘটিয়েছে সে বিষয়েও জানি না। আমরা সামগ্রিক বিষয়টি তদন্ত করে দেখছি। ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধলালদিয়ার চরে অচিরেই শুরু হচ্ছে টার্মিনাল নির্মাণ কাজ
পরবর্তী নিবন্ধমাদামবিবিরহাটে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড