বায়েজিদে শতাধিক স্থাপনা উচ্ছেদ

রাস্তা ফুটপাত ও নালায় দোকান

আজাদী প্রতিবেদন | সোমবার , ৭ ডিসেম্বর, ২০২০ at ৬:০১ পূর্বাহ্ণ

রাস্তা, ফুটপাত ও নালার উপর অবৈধভাবে গড়ে ওঠা প্রায় শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বায়েজিদ থানার মোহাম্মদ নগর হাউজিং সোসাইটি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস।
সংশ্লিষ্টরা জানান, উচ্ছেদ হওয়া স্থাপনার সবগুলোই পাকা, আধা পাকা দোকানপাট। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জুয়েলারি, কাপড়, ইলেকট্রিক পণ্য ও মুদি দোকান।
চসিকের জনসংযোগ শাখা জানায়, প্রশাসক খোরশেদ আলম সুজনের নির্দেশে নগরবাসীর দুর্ভোগ কমিয়ে নির্বিঘ্নে হাঁটা-চলার সুবিধার্থে নগরীর সড়ক-ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে প্রচার-প্রচারণা চালানো হয়েছিল। ভাসমান হকারদেরও ব্যবসার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়। অবৈধ দখলদারদের সরে যেতেও সময় দেওয়া হয়। এ আহ্বানে সাড়া না দেওয়ায় জনস্বার্থে অভিযান চালানো হয়।

পূর্ববর্তী নিবন্ধভাস্কর্য ভাঙচুরে মদদদাতাদের গণধোলাই : ছাত্রলীগ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে প্রতিবাদ বিক্ষোভ