বায়েজিদে যুবকের কাটা হাত পা উদ্ধার

আঙ্গুলের ছাপ থেকে জানা যায় ওই যুবকের বাড়ি রাউজানে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৮:৪৭ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন পশ্চিম শহীদ নগর এলাকা থেকে এক যুবকের দেহ থেকে বিচ্ছিন্ন করা দুটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ। দুটি পা ও দুটি হাত উদ্ধার করার বিষয়টি বায়েজিদ থানার ওসি জাহিদুল কবির নিশ্চিত করেছেন।

গতকাল সন্ধ্যায় পশ্চিম শহীদ নগরের রংধনু গলি থেকে পলিথিন মোড়ানো লাশের খণ্ডবিখণ্ড এসব অংশ উদ্ধার করা হয়। ওই যুবকের বয়স আনুমানিক ৩৫৩৬ বছর হতে পারে বলে পুলিশ অনুমান করছে। তবে ওই যুবকের দেহের বাকি অংশ রাত দেড়টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত উদ্ধার করা যায়নি। পুলিশ জানিয়েছে, যুবকটির দুই হাত ও পায়ের রগ কাটা ছিল।

পুলিশের একটি সূত্রে জানা গেছে, ওই যুবকের কাটা হাতের আঙ্গুলের ছাপ নিয়ে পুলিশ জানতে পেরেছে ওই যুবকের বাড়ি রাউজানে। তবে হত্যার শিকার যুবকের ছবি পাওয়া গেলেও তার বিস্তারিত পরিচয় তদন্তের স্বার্থে পুলিশ প্রকাশ করেনি। ওই যুবকের দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। যুবকের দেহ থেকে বিচ্ছিন্ন করা দুটি হাত ও দুটি পা উদ্ধারের মতো চাঞ্চল্যকর ঘটনার পরপরই বায়েজিদ থানার পুলিশ ওসির নেতৃত্বে পুলিশের একাধিক টিম ওই যুবকের দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান শুরু করে।

পুলিশের একটি সূত্র জানায়, হাতের আঙ্গুলের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এনআইডি কার্ডে ওই যুবকের পরিচয় পাওয়ার পর পুলিশের একটি টিম রাউজান ওই যুবকের গ্রামের বাড়িতে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য গেছেন। অপরদিকে পুলিশের আরও কয়েকটি টিম নগরীর সম্ভাব্য স্থানে ওই যুবকের দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান শুরু করে। রাত পৌনে ১টায় বায়েজিদ থানার ডিউটি অফিসার জানান, ওসির নেতৃত্বে একাধিক টিম মাঠে অভিযানে রয়েছে।

আমাদের রাউজান প্রতিনিধি জানান, রাউজানের এক উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন, ওই যুবকের বাড়ি রাউজানের চিকদাইরে বলা হলেও প্রাথমিক তদন্তে জানা গেছে তারা ২০২৫ বছর আগে জায়গা জমি বিক্রি করে সেখান থেকে অন্যত্র চলে যায় । তদন্তের স্বার্থে ওই যুবকের নাম ঠিকানা বলা যাচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধমাঠে গড়াল ভোটের লড়াই
পরবর্তী নিবন্ধইসলামিক ফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ