বায়েজিদে বাসা থেকে এপিবিএন সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:৩৪ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ থানাধীন চক্রেসো আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম নাঈম বিশ্বাস (২৫)

বায়েজিদ থানা পুলিশ জানায়, গতকাল সোমবার বিকাল ৫টায় চক্রেসো আবাসিক এলাকার নিজ বাসায় গলায় ফাঁস লাগান। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টায় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বায়েজিদ বোস্তামী থানার এসআই নিজাম জানান, প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি পারিবারিক কারণে অভিমান করে নিজ বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন এপিবিএন৯ এর সদস্য নাঈম বিশ্বাস। তার স্ত্রীও এপিবিএন৯ এর কনস্টেবল।

নাঈম বিশ্বাসের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায়। এদিকে নিজ বাসায় অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে এপিবিএনসদস্য নাঈম বিশ্বাসের বাসায় যায় এপিবিএনের একটি টিম। তারা নাঈম বিশ্বাসের মৃত্যুর ঘটনাটি কীভাবে ঘটেছে তা তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদ আবাসিকের বাসা থেকে এপিবিএন সদস্যের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধটেকনাফে বন্দুকসহ তিন মানব পাচারকারী গ্রেপ্তার