নগরীর বায়েজিদ চৌধুরীনগরের প্যারামাউন্ট ফুড প্রোডাক্টস লিমিটেডকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা। নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মজুদ ও সংরক্ষণ, যথাযথ নিবন্ধন ব্যতিরেকে খাদ্যপণ্য উৎপাদন ও অননুমোদিত ফ্লেভার ব্যবহারসহ নানা অসঙ্গতি পরিলক্ষিত হয়। এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারানুযায়ী দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।











