বায়েজিদে পিন্টু হত্যা : ১২ ঘণ্টার মধ্যে মূলহোতা দিলুসহ গ্রেপ্তার ৪

| সোমবার , ১ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আলোচিত ও চাঞ্চল্যকর আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু হত্যার মূলহোতা দেলোয়ার হোসেন দিলুসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

ঘটনা ছিল রোমহর্ষক। গত ৩০ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে হিলভিউ এলাকায় পূর্বশত্রুতার জেরে পিন্টুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে যায় একদল সন্ত্রাসী। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতারাতি এ হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।

পরদিনই র‌্যাব-৭ নামে নামে দফায় দফায় অভিযান চালায়। ৩১ আগস্ট বিকেলে বায়জিদ থানার খেলবীও এলাকা থেকে মামলার ১ নম্বর আসামি দেলোয়ার হোসেন দিলু (৩৬) ও সহযোগী হাসান ওরফে কিরিচ হাসান (৩০) গ্রেপ্তার হয়। এরপর তাদের স্বীকারোক্তির ভিত্তিতে একইদিন সন্ধ্যার আগে আলীনগরে অভিযান চালিয়ে শাহিন (২৮) ও মোবারক হোসেন বাপ্পি (৩৬)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নিহত পিন্টুর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় হলেও তিনি স্ত্রীর বাড়ি হিলভিউ বার্মা কলোনিতে থাকতেন। পেশায় তিনি পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এক থাই দোকানে মিস্ত্রি ছিলেন। দীর্ঘদিন ধরে দেলু ও তার সহযোগীদের সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন তিনি। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বায়েজিদ থানায় আটজনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাত রেখে মামলা করেন। মামলা নং ৬২, ধারা ৩০২/৩৪ পেনাল কোডে দায়ের হয়।

র‌্যাব-৭ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যার বিষয়টি স্বীকার করেছে। তাদের বায়জিদ থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপার্কভিউ হাসপাতালে নারীর বন্ধ্যাত্ব বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার
পরবর্তী নিবন্ধবিপিসির অধীনস্থ অস্থায়ী শ্রমিকদের অবস্থান কর্মসূচি