নগরীর বায়েজিদ থানাধীন নয়ারহাট মিয়া বাড়ির পাশের একটি নির্মাণাধীন এক তলা ভবন থেকে পড়ে রিয়াজ (১৮) নামের একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই শীলাব্রত বড়ুয়া আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উক্ত ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করার সময় এক তলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হলে মো. রহিম নামের তার একজন সহকর্মী তাকে নিয়ে আসেন। একপর্যায়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রিয়াজের ঠিকানা জানা যায়নি।