বায়েজিদে নাইট রাইডার মোটরসের শো রুম উদ্বোধন

| বুধবার , ২২ অক্টোবর, ২০২৫ at ১০:৩৩ পূর্বাহ্ণ

কোব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালুর মধ্য দিয়ে চট্টগ্রামের বায়েজিদের নাছিরাবাদে আরো একটি নতুন শো রুমের পথ চলা শুরু করেছে খ্যাতিমান নাইট রাইডার মোটরস। গত ২০ অক্টোবর বিকেলে আড়ম্বরপূর্ণ এক উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিশেষ কার্ড প্রদর্শন ও কেক কেটে শো রুমটির সূচনা করেন। অনুষ্ঠানে এন আর বি ব্যাংকের এমডি ও সিইও তারেক রিয়াজ খান, চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. ওমর ফারুক ইউসুফ, ফিনলে প্রপার্টিজ এর এমডি মোফাখ্‌খরুল ইসলাম খসরু, বারকোড স্বত্ত্বাধিকারী মঞ্জুরুল হক মঞ্জু, এন আরবি ব্যাংকের সিনিয়র ম্যানেজার মো. অখতারুজ্জামান, চীফ হোস্ট নাইট রাইডার মোটরস এর চেয়ারম্যান মাহবুবুল কবির খান (শান্তুনু), নাইট রাইডার মোটরস পরিচালক সাদমান নিবরাজ ও আমীর মাহেরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্বাগত বক্তব্যে জানান, বিদেশি নামি দামি ব্র্যান্ডের গাড়ি আমদানিকারক হিসেবে নাইট রাইডার মোটরস এর যাত্রা শুরু হয় ২০১৫ সালে। নগরীর খুলশী ও পলিটেকনিক্যাল এলাকায় পর্যায়ক্রমে সার্ভিস সেন্টার ও ডেন্টিং পেইনটিং সহ গ্রাহকের সুবিধার্থে মেম্বারশীপ প্রথা চালু করে।

সর্বশেষ গ্রাহক সেবা সহজ করার লক্ষে এন আর বি ব্যাংক লিঃ এর সাথে নাইট রাইডার মোটরস এই কোব্র্রান্ডেড ক্রেডিট কার্ড চালু করে, যা দেশে প্রথম। এই শো রুমটি মোটরস সেবায় যাবতীয় যন্ত্রাংশ, হাইব্রিড ব্যাটারি, উন্নত মানের টায়ার সরবরাহসহ একটি পরিপূর্ণ সেবা দানের অঙ্গীকার করছে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন চৌধুরী এম মাতাব উদ্দিন (হুমায়ুন)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে এআই নির্ভর সফটওয়্যার ডেভেলপমেন্ট বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধট্রফি ফেরত দিতে পিসিবি প্রধানকে কঠোর হুশিয়ারি ভারতীয় বোর্ডের