ছিনতাইয়ের শিকার এক মহিলার অভিযোগের ভিত্তিতে ছিনতাইকৃত নগদ টাকাসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার বায়েজিদ বোস্তামী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার মহানগর হাকিম আদালতে নেয়া হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলো গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানাধীন আলী নগর গ্রামের মো. হেলালের ছেলে মো. আরিফ (২৪), কঙবাজারের রামু থানাধীন শিকলঘাট গ্রামের আলী আহম্মদের ছেলে জসিম উদ্দিন (২০), একই থানার ঈদগড় ভরাচর গ্রামের নুরুল আমিনের ছেলে মো. সাইফুল (২১) এবং ভোলা জেলাধীন জংশনহাট এলাকার আমির হোসেনের ছেলে মামুন হোসেন (৩০)।
বায়েজিদ থানার ওসি প্রিটন সরকার জানান, কাভার্ড ভ্যান চালক লাল হোসেন সোমবার ভোরে সেহেরী খেয়ে কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এসময় স্ত্রী নুরজাহানকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে আরেফিন নগর সাউদার্ন ইউনিভার্সিটির সামনে এলে চারজন যুবক তাদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সাথে থাকা ১৩ হাজার ১৫০ টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নেয়।
পরে নুরজাহান থানায় অভিযোগ করলে দ্রুত অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের ৩ হাজার টাকা ও মোবাইল উদ্ধার করা হয়। তাদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়।