বায়েজিদে ট্রাক চাপায় কলেজ ছাত্রের মৃত্যু

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৭ অক্টোবর, ২০২০ at ৫:০৯ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় ইটবাহী বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় আবু তালেব ফাহিম (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বায়েজিদ থানাধীন ক্যান্ট পাবলিক স্কুল সড়কের অদূরে রেলক্রসিংয়ে এই ঘটনা ঘটে। এতে ফাহিমের বড় ভাই আবু তালেব ফয়সাল (২১) আহত হয়েছেন। নিহত ফাহিম বায়েজিদ থানার সহকারী উপ-পরিদর্শক আবুল বশর ভূঁইয়ার ছেলে ও পাঁচলাইশ থানার ওসি আবুল কাসেম ভূঁইয়ার ভাতিজা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুইভাই মোটরসাইকেল করে গ্রামের বাড়ি মানিকছড়ি যায়। সন্ধ্যায় মানিকছড়ি থেকে ফেরার পথে ক্যান্ট পাবলিক সংলগ্ন রেলওয়ে ক্রসিং এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এসময় ফাহিমের শরীরের উপর দিয়ে ট্রাকটি চলে যায়। এতে তার শরীরের তলপেট থেকে পাজর থেতলে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারায়। এসময় তার ভাই ফয়সাল আহত হন। স্থানীয় লোকজন আহত ফয়সালকে এবং পুলিশ নিহত ফাহিমের মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। নিহত ফাহিম নগরীর কাজেম আলী স্কুল এন্ড কলেজ থেকে ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়। চলতি ২০২০ সালের মন্ত্রণালয় ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সে কৃতকার্য হয়।
চমেক পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান, ‘রাত আটটার দিকে বায়েজিদে ট্রাক চাপা নিহত ফাহিমের লাশ রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ কর্তব্যরত চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে হাসপাতালের জরুরি বিভাগের এক নার্স দৈনিক আজাদীকে বলেন, ‘আহত ফয়সালকে সিটি স্ক্যানসহ নানা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। সে তেমন গুরুতর আহত হয়নি। হাতে ও পায়ে সামান্য চোট পেয়েছে। তাকে শনিবার সকালেই রিলিজ দেওয়া হতে পারে।’

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে শনাক্তের সংখ্যা ২০ হাজার ছুঁইছুঁই
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ক্ষতির মুখে পড়বে ১৭ লাখ গ্রাহক