নগরীর বায়েজিদ থানার রুবি গেইট এলাকার বার্মা কলোনির একটি বাসা থেকে মুক্তা বেগম (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভোলার দৌলত খান থানার কলাকোপা এলাকার মো. ফরিদের মেয়ে। ঘটনাস্থল এলাকায় স্বামী ও এক শিশু সন্তান নিয়ে ভাড়া ঘরে বসবাস করে আসছিলেন। গত বৃহস্পতিবার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সিলিং ফ্যান থেকে পুলিশ এ লাশ উদ্ধার করেছে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দরজা ভেঙ্গেই মুক্তা বেগমের লাশ উদ্ধার করি আমরা। ঘটনার সময় স্বামী বাসায় ছিলেন না। প্রতিদিনের ন্যায় সকালের দিকে তিনি ঘর থেকে বের হয়ে যান। তিনি একজন সিএনজি চালক। ছয় বছর বয়সী তাদের একজন শিশু সন্তান রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।