বায়েজিদ বোস্তামী থানা এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী মো. মোস্তফা কামাল পাশাকে (৩৫) ৮৫০ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরীর বাংলাবাজার ডেবারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। গ্রেপ্তার মোস্তফা কামাল পাশা বরগুনার মনসাতলী হাওলাদার বাড়ির মৃত মজিবুর হাওলাদারের ছেলে। ওসি মো. কামরুজ্জামান আজাদীকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোস্তফা কামাল পাশাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মতে ৮৫০ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ওসি আরও জানান, মোস্তফা কামাল পাশা বায়েজিদ বোস্তামী থানাধীন বাংলাবাজার, ডেবারপাড়, আরেফিন নগর, চন্দ্রনগর পাহাড়ি এলাকায় খাস জমি দখল বেদখল চক্রের অন্যতম সদস্য। বিভিন্ন জায়গা জোর পূর্বক তার দলের লোকজন দিয়ে দখল করে রাখে। তার দলের লোকজন দিয়ে বিভিন্ন সময় ছিনতাই, চুরিসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে। মোস্তফা নিজের দলের লোকজন দিয়ে এলাকায় ইয়াবা, গাঁজা বিক্রি করে থাকে। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও এগারটি মামলার সন্ধান পাওয়া গেছে।