বায়েজিদের আলোচিত ফুল মিয়া হত্যা মামলার পলাতক আসামি মো. আলমসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব–৭। অপর জন হচ্ছেন সাখারা (৩২)। গত সোমবার দিবাগত রাত সোয়া ৮ টার দিকে চান্দগাঁও পাঠানিয়া গোদা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপনে পাওয়া তথ্যের ভিত্তিতে পাঠছানিয়া গোদাকে থেকে আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে মৌলভীপুকুর পাড়া রিয়াজ উদ্দিন উকিল সড়ক এলাকা থেকে সাখারা নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, নিহত ফুল মিয়া খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা এলাকার বাসিন্দা এবং পেশায় বাসের হেলপার ছিলেন। তবে তিনি বায়েজিদ থানাধীন মাইজপাড়া এলাকায় ভাড়া বাসায় স্ব–পরিবারে বসবাস করতেন। তিনি যে বাসায় থাকতেন তার মালিক মোবারক হোসেনের সাথে ফুল মিয়ার পানি এবং বিদ্যুৎ সরবরাহ নিয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে মোবারক ও তার অন্যান্য সহযোগিরা ফুল মিয়াকে মারধর করে। পরে মোবারকরা তাকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মোবারক হোসেন এবং তার অন্যান্য সহযোগিরা ভিকটিমের মৃতদেহ কৌশলে মেডিকেল থেকে নিয়ে বাসার নিচ তলায় রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ঘটনায় নিহত ভিকটিমের স্ত্রী বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় ৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।












