নগরীর বায়েজিদ এলাকার চিহ্নিত সন্ত্রাসী জাহিদুল হাসান মুরাদ প্রকাশ নুর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি তার কাছ থেকে একটি দেশীয় এলজি ও ৯টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার ভোরে হাটহাজারীর মজুরি পাড়ার ফরিদ মেম্বারের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর বায়েজিদের মাইজপাড়া ঝারুয়ার দিঘির পাড়ে থাকা ইয়ার মোহাম্মদ নামের এক ব্যক্তির মালিকানাধীন পরিত্যক্ষ বাড়ির দক্ষিণ পশ্চিম কোনায় ঝোপের ভেতর থেকে উক্ত অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান আজাদীকে বলেন, একটি টিম অঙিজেন মোড়ে দায়িত্ব পালনের সময় খবর পায়, আমাদের থানা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও গত সেপ্টেম্বরে দায়ের হওয়া একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি জাহিদুল হাটহাজারীর মজুরি পাড়ায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালাই। জাহিদুলকে গ্রেপ্তার করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাইজপাড়া এলাকা থেকে একটি দেশি এলজি ও ৯টি কার্তুজ উদ্ধার করা হয়। জাহিদুলের বিরুদ্ধে বায়েজিদ থানায় ৪টি মামলাসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় মোট ১১টি মামলা রয়েছে বলে জানান তিনি।