বায়ুদূষণ কমাতে পারে এমন গাড়ি আনছে চীন

| রবিবার , ১১ জুলাই, ২০২১ at ১১:১৪ পূর্বাহ্ণ

বায়ুদূষণ প্রতিরোধে সক্ষম একটি গাড়ি চীনের গুডউড ফেস্টিভালে প্রদর্শিত হয়েছে। গত শুক্রবার এ খবর প্রকাশ হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে।
জানা গেছে, গাড়িটির নকশা করেছেন ব্রিটিশ ডিজাইনার থমাস হিদারউইক। ২০২৩ সালের মধ্যেই গাড়িটি বাজারে আনা হবে বলেও আশা করা হচ্ছে। তবে গাড়িটির ব্যাপারে সমালোচনা করতে ছাড়েননি সমালোচকরা। গাড়িটি বায়ুদূষণ রোধে সক্ষম এ কথা তারা কোনোভাবেই মানতে চাচ্ছেন না।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, থমাস হিদারউইক আরও কয়েকটি স্থাপত্য প্রকল্পে কাজ করেছেন। বিশেষ করে লন্ডনের নতুন ভার্সনের বাসের ডিজাইন তারই করা। তবে তিনি এই প্রথম গাড়ির ডিজাইন করেছেন বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধসিএমপি কমিশনারকে বিজিএমইএর সুরক্ষা সামগ্রী হস্তান্তর
পরবর্তী নিবন্ধসামরিক সহযোগিতা চায় হাইতি, যুক্তরাষ্ট্রের ‘না’