বায়ার্নের কাছে চেলসির হার পিএসজি,লিভারপুলের জয়

চ্যাম্পিয়ন্স লিগ

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৪৩ পূর্বাহ্ণ

ইউরোপ সেরার আসরে বায়ার্নের কাছে চেলসি হারলেও পিএজসি ও লিভারপুল জয় পেয়েছে। চেলসি শিশুতোষ রক্ষণভুলে হেরে বসে বায়ার্ন মিউনিখের কাছে। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) নিজেদের শক্তিমত্তার পূর্ণ প্রদর্শনী করে আতালান্তার বিপক্ষে। বুধবার রাতে চেলসিকে ৩১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যাচ শুরুর ২০তম মিনিটেই এগিয়ে যায় জার্মান চ্যাম্পিয়নরা। মাইকেল ওলিসের ক্রসে চাপে পড়ে আত্মঘাতী গোল করেন চেলসির ট্রেভর শ্যালাবা। ২৭তম মিনিটে হ্যারি কেইনের সফল স্পট কিকে ব্যবধান বাড়ে। তবে দুই মিনিট পরই কোল পালমারের চমৎকার গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতে গোলরক্ষক রবার্ট সানচেসের একের পর এক সেভে রক্ষা পায় চেলসি। কিন্তু ৬৩তম মিনিটে মালো গিস্তোর ভুল পাসে ঠাণ্ডা মাথায় গোল করেন কেইন। শেষ দিকে পালমারের শট জালে গেলেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। অন্যদিকে, ঘরের মাঠে আতালান্তার বিপক্ষে একেবারে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে পিএসজি। মাত্র তিন মিনিটেই গোল করেন অধিনায়ক মার্কিনিয়োস। প্রথমার্ধ শেষ হওয়ার আগে আশরাফ হাকিমির পাস থেকে জর্জিয়ান ফরোয়ার্ড খভিচা কাভারাৎসখেলিয়া ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে বার্কোলার পাস থেকে জটিল কোণ থেকেও নিখুঁত শটে গোল করেন পর্তুগিজ ডিফেন্ডার নুনো মেন্দেস। যোগ করা সময়ে বাঁ পায়ের শটে আতালান্তার কফিনে শেষ পেরেক ঠুকেন গনসালো রামোস। শেষ পর্যন্ত ৪০ গোলের বড় জয়ে শিরোপা ধরে রাখার মিশনে দুর্দান্ত সূচনা করেছে লুইস এনরিকের দল।

এদিকে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে অ্যানফিল্ডে দারুণ এক রাত কাটায় লিভারপুল। শুরুতেই গোল করান মোহামেদ সালাহ, পরে নিজেও অসাধারণ এক গোল করে ব্যবধান বাড়ালেন। বিরতির আগে আতলেতিকো এক গোল শোধ করে লড়াই জমিয়ে তোলে। শেষ দিকে সমতা ফেরালেও যোগ করা সময়ে অধিনায়ক ভার্জিল ফন ডাইকের হেডে জয় নিশ্চিত করে আর্নে স্লটের শিষ্যরা। ম্যাচে ৩২ গোলে জিতে মাঠ ছাড়ে লিভারপুল। ম্যাচের চতুর্থ মিনিটে সালাহর নেওয়া ফ্রি কিকে আলতো ছোঁয়ায় জালে বল পাঠান অ্যান্ডি রবার্টসন। দুই মিনিট পর দুর্দান্ত নৈপুণ্যে প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলে নিচু শটে গোল করেন সালাহ।

কিছু পরেই পাল্টা আক্রমণে গোল শোধ করে আতলেতিকো। জাকোমো রাসপাদোরির পাস ধরে কোনাকুনি শটে গোল করেন মার্কোস ইয়োরেন্তে। দ্বিতীয়ার্ধে ৮১তম মিনিটে দুর্দান্ত দূরপাল্লার শটে ইয়োরেন্তে সমতায় ফেরান আতলেতিকো। ম্যাচ তখন ড্রয়ের দিকে যাচ্ছিল। কিন্তু যোগ করা সময়ে কর্নার থেকে হেডে বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন ফন ডাইক। তার গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

পূর্ববর্তী নিবন্ধআর্জেন্টিনা তৃতীয় আর বাংলাদেশ ১৮৪ তম
পরবর্তী নিবন্ধশহীদ স্মরণে ফুটবল টুর্নামেন্ট মির্জাপুর ফুটবল একাডেমির জয়