জনশক্তি রপ্তানিকারকদের জাতীয় সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়। গত ৩ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডস্থ হোটেল সোনারগাঁও বলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০২২-২০২৪ মেয়াদের এ কমিটিতে মোহাম্মদ আবুল বাশার সভাপতি, শামীম আহমেদ চৌধুরী নোমান মহা-সচিব ও চট্টগ্রামের কৃতি সন্তান সোহেল এন্ড ব্রাদার্স রিক্রুটিং এজেন্ট ও কনকর্ড ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্ট-এর সত্ত্বাধিকারী মুহাম্মদ আবু জাফর সহ-সভাপতি পদে নির্বাচিত হন। আবু জাফরকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার। প্রেস বিজ্ঞপ্তি।