বায়না

হোসনে আরা বেগম (২৯,৪৪৪) | বুধবার , ২৬ এপ্রিল, ২০২৩ at ১০:৩৯ পূর্বাহ্ণ

বাঘের বাড়ি বনের ভেতর

কুমির থাকে জলে

পাখির বাড়ি আকাশেতে

সাপ মাটির তলে।

খোকা দেখবে সবার বাড়ি

ধরেছে ভীষণ বায়না

কারও কথা শুনছে না সে

ভাতটাতও খায় না।

পূর্ববর্তী নিবন্ধগরম
পরবর্তী নিবন্ধছুটির শেষে