কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স– মাস্টার্স) মাদ্রাসা জাতিকে যোগ্য নাগরিক উপহার দিচ্ছে। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের পাবলিক পরীক্ষা সমূহে গুণগত ফলাফল অত্যন্ত সন্তোষজনক। তিনি বলেন, এ মাদ্রাসা দেশের অপরাপর শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মডেল হতে পারে। বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসায় কাঙ্খিত শিক্ষার্থী, কাঙ্খিত ফলাফল অর্জনে একদল আন্তরিক ও পেশাদার শিক্ষকমন্ডলীর নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করে চলমান অগ্রযাত্রা ধরে রাখার পাশাপাশি উত্তরোত্তর সাফল্য প্রত্যাশা করেন। শিক্ষা সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম গতকাল রবিবার দুপুর বারোটায় বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স– মাস্টার্স) মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন।
অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলীমুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিক্ষা উপ–সচিব, জেলা মেজিস্ট্রেট (শিক্ষা), শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ, মাদ্রাসার উপাধ্যক্ষ– মাওলানা আমিনুল ইসলাম, শিক্ষক মন্ডলী, গভর্নিং বডির সদস্য কাজী মাওলানা শিহাবুদ্দিন প্রমুখ। মতবিনিময় সভা শেষে সচিব মহোদয় নব–নির্মিত ছয় তলা ভবনের কার্যক্রম পরিদর্শন করেন এবং মাদ্রাসার সার্বিক বিষয় পরিদর্শন ও গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। পরিদর্শন শেষে শিক্ষা সচিব মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ) এর সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং জোহরের নামাজ শেষে বায়তুশ শরফের কেন্দ্রীয় মসজিদের মুসল্লী ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও রাহবারে বায়তুশ শরফের পরিচালনায় বিশেষ মুনাজাতে অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।












